সংসদ সদস্য আনোয়ারুল আজীমের (আনার) কলকাতায় খুন হওয়ার পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। দেশের ইতিহাসে চলমান সংসদের একজন সদস্যের ভিন দেশে খুন হওয়া এবং মরদেহ খুঁজে না পাওয়ার ঘটনা নজিরবিহীন। তবে ঝিনাইদহের টানা তিনবারের এই সংসদ সদস্যের খুনের ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে আলোচিত হচ্ছে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড। ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকা এই ঘটনায় বিব্রত আওয়ামী লীগ দলগতভাবে কোনো অবস্থান নিতে পারছে না।
তবে আনোয়ারুল আজীম ছাড়াও বর্তমান সংসদে আওয়ামী লীগের এমন বিতর্কিত অনেক সদস্য রয়েছেন বলে দলের মধ্যেও আলোচনা আছে। কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দলে নানা প্রক্রিয়া থাকলেও বিতর্কিত ব্যক্তিরা কীভাবে মনোনয়ন পান, দলটির ভেতরেই এই প্রশ্ন উঠছে। বিতর্কিতদের ব্যাপারে এখনই সতর্ক হওয়া প্রয়োজন বলে আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ বলছেন। তবে এসব বিষয় শেষ পর্যন্ত দল কতটা গুরুত্ব দেবে, এই সন্দেহও রয়েছে তাঁদের।
গত কয়েক দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। কেউ কেউ আনোয়ারুলের খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই বলছেন, তাঁরা বিব্রত। কারণ, সংসদ সদস্যের খুনের চেয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সোনা চোরাচালান, হুন্ডি ব্যবসা, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগই বেশি আলোচিত হচ্ছে।
এমন প্রেক্ষাপটে এখন পর্যন্ত এই সংসদ সদস্যের খুনের সুষ্ঠু বিচার ও তদন্ত চেয়ে আওয়ামী লীগ কিংবা জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি। দলটির সূত্র জানায়, এই খুনের ঘটনার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কোনো বৈঠক করেনি। ১৪-দলীয় জোটের একটি বৈঠক হলেও সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। জাতীয় সংসদের অধিবেশন এখন নেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় কমিটির একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকেও আনোয়ারুল আজীমের বিষয়টি আলোচনায় আসেনি।
দলটির নেতাদের অনেকে বলছেন, আনোয়ারুল আজীম ছাড়াও বর্তমান সংসদে আওয়ামী লীগের এমন অনেক সদস্য রয়েছেন, যাঁদের অতীত-বর্তমান কোনোটাই সুখকর নয়। বিশেষ করে ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দুই ডজনের বেশি বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। তাঁদের কেউ কেউ পরে বাদ পড়েছেন। কেউ কেউ এখনো রয়ে গেছেন। আর ২০১৮ ও সর্বশেষ জাতীয় নির্বাচনে নানা দুর্নীতি ও অপকর্মের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বেশি প্রাধান্য পেয়েছেন।
২০১৪ সালের নির্বাচনে প্রথমবার সংসদে আসা আলোচিতদের মধ্যে আরও ছিলেন ফেনীর নিজাম উদ্দিন হাজারী, নাটোরের শফিকুল ইসলাম (শিমুল), খুলনার মিজানুর রহমান, বরিশালের পঙ্কজ নাথ। এর আগের সংসদে আলোচিত হন কক্সবাজারের আবদুর রহমান ওরফে বদি, পিরোজপুরে এ কে এম এ আউয়াল, টাঙ্গাইলের আমানুর রহমান খান (রানা), ভোলার নুরুন্নবী চৌধুরী (শাওন), ঢাকার আসলামুল হক (মারা গেছেন), ইলিয়াস উদ্দিন মোল্লাহ প্রমুখ।
২০০৮ সালের পর থেকে বিতর্কিতরা এসেছেন
আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, এক-এগারোর পর সংস্কারবাদী বলে পরিচিত একটা অংশ মনোনয়ন থেকে বাদ পড়লে একধরনের শূন্যস্থান তৈরি হয়। এ ছাড়া ওই নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নানা পক্ষের তদবির কাজ করে। ফলে অনেক বিতর্কিত ব্যক্তি সুযোগ পেয়ে যান। ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের আন্দোলন সহিংস রূপ নিয়েছিল। সে পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানই চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তখন টাকাওয়ালা ও পেশিশক্তির অধিকারী অনেকে মনোনয়ন পান।
সূত্র বলছে, দলের নীতিনির্ধারণী পর্যায়েরও একটি অংশ রাজনৈতিক নানা আশঙ্কার কথা তুলে ধরে স্থানীয়ভাবে প্রভাব-প্রতিপত্তি থাকা ও ক্ষমতাবানদের পক্ষে অবস্থান নেন। এতে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন রাজনৈতিক নেতারা পিছিয়ে পড়েন। ২০১৮ সালের নির্বাচনে ব্যবসায়ীদের একটা অংশ নতুন করে মনোনয়ন পায়। এই ধারা অব্যাহত থাকে সর্বশেষ নির্বাচনেও।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এক-এগারোর আগপর্যন্ত রাজনীতিবিদদেরই প্রাধান্য ছিল। ২০০৮ সালের নির্বাচনে ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়া শুরু হয়। বিতর্কিতদেরও অনুপ্রবেশ শুরু হয়। ২০১৪ সাল থেকে এই হার আরও বেড়ে যায়। সংসদ সদস্যদের অনেকের বিরুদ্ধে দখল, দুর্নীতি, সন্ত্রাসে মদদ, মাদক ব্যবসা, খুনখারাবি, চোরাচালানসহ নানা অভিযোগ বাড়তে থাকে।
গত কয়েকটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৪ সালের নির্বাচনে আগের সংসদের ৬২ জন দলীয় সদস্য বাদ পড়েন। ২০১৮ সালে বাদ পড়েন ৩৯ জন সংসদ সদস্য। সর্বশেষ নির্বাচনে ৭১ জন বাদ পড়েন। তাঁদের জায়গায় স্থান পেয়েছেন মূলত প্রভাবশালী অবসরপ্রাপ্ত আমলা ও ব্যবসায়ীরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের তথ্য প্রকাশ করে। সুজনের তথ্যমতে, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ৫৮ শতাংশ প্রার্থী ছিলেন ব্যবসায়ী। সর্বশেষ নির্বাচনে তা দাঁড়িয়েছে ৬৫ শতাংশে।
অন্যদিকে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ৭২ জন প্রার্থীর বিরুদ্ধে ২৮১টি মামলা চলমান ছিল। ১১১ জনের বিরুদ্ধে অতীতে ৩০৬টি মামলা ছিল। সরকারে এসে আওয়ামী লীগের এমপি-নেতাদের মামলা প্রত্যাহার করা হয়। ফলে ২০১৪ সালের নির্বাচনে চলমান মামলা কমে যায়। তবে ১৩০ জনের বিরুদ্ধে ৫৮৩টি পুরোনো মামলা ছিল।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, চিহ্নিত অপরাধীকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় না। আর কেউ মনোনয়ন পেয়ে অপরাধ করলে কিংবা পরে অপরাধ বের হলে আওয়ামী লীগ বা সরকার কোনো ছাড় দেয় না।
দলীয় এমপি যেভাবে বাছাই হয়
আনোয়ারুল আজীমের খুনের ঘটনা প্রকাশিত হওয়ার পর গত ২৩ মে তেজগাঁওয়ে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সে (আনোয়ারুল) কী ছিল, সেটা বড় কথা নয়। তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে।’ এমন বক্তব্য নিয়েও অনেক সমালোচনা হয়েছে।
তবে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য দলের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় বোর্ড রয়েছে। ওই বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে করা একাধিক জরিপ সমন্বয় করে মনোনয়ন বোর্ডের সদস্যদের দেওয়া হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে চোরাচালানসহ বিতর্কিত বিষয়গুলোর উল্লেখ থাকে না। দলে অবস্থান, জনপ্রিয়তা, কর্মীদের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে নম্বর দিয়ে সম্ভাব্য প্রার্থীদের ক্রম সাজানো হয়। দু-একটা বিতর্কিত বিষয় এলে আগ বাড়িয়ে বোর্ডের সদস্যরা কথা বলতে চান না।
এ ছাড়া সংসদীয় আসনের মনোনয়ন দিতে সারা বছর ধরে কমপক্ষে পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ চালানো হয়। প্রতি ছয় মাস, কখনো কখনো তিন মাস অন্তর প্রতিবেদন হালনাগাদ করা হয়। এর বাইরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ১৫টি দলে সারা দেশে ভাগ করে দায়িত্ব দেওয়া আছে। দলের নেতৃত্ব প্রায়ই বলে থাকেন, জরিপ দেখে মনোনয়ন দেওয়া হয়। এই প্রক্রিয়ার পরও কীভাবে বিতর্কিতরা দলের মনোনয়ন পান—এই প্রশ্ন আওয়ামী লীগেরই অনেক নেতার।
সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী এবং বিতর্কিতদের সংসদ সদস্য হওয়ার প্রবণতা বেশি। এর পেছনে লেনদেনের নানা তথ্য শোনা যায়। এর ফলে ৫০ বছর পরিচ্ছন্ন রাজনীতি করেও অনেকের কপাল পুড়ে। বিতর্কিতরা দাপিয়ে বেড়ায়।