দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে: জি এম কাদের
দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে। আমাদের নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে। বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে তাতে গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের মুন্সিগঞ্জ জেলার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জি এম কাদের এ কথাগুলো বলেন।
তাঁর দলের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে জাপার চেয়ারম্যান বলেন, ‘আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের নেতা-কর্মীরা রাস্তায় নামলে মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের নেতাদের গ্রেপ্তার করা হলে তাঁদের জামিন দেওয়া হচ্ছে না।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জি এম কাদের বলেন, রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। যারা দেশ চালাচ্ছে, তারাও জানে না এক মাস পর কী হবে। গত বছর ৫ আগস্টের আগে সারা দেশে আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না। কিন্তু এক দিনের ব্যবধানে কোথাও আওয়ামী লীগ নেই। যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। যারা নির্যাতিত হয়ে পালিয়ে বেড়িয়েছে, দেশের মানুষ কিন্তু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে। জনগণের কথা বলতে গিয়ে নির্যাতিত হলে সাধারণ মানুষ নির্যাতিতদের পক্ষে থাকে।
জাপার চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ দেখতে চায় তাদের পক্ষে কারা অবস্থান নেয়। মানুষের অধিকারের জন্য কাজ করলে তা বিফলে যায় না। দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছে। তারা বিশ্বাস করে জাতীয় পার্টি তাদের অধিকারের কথা বলতে পারবে।
জি এম কাদের বলেন, দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে। দেশের মানুষ বর্তমান সময়ে শোডাউন করা দলগুলোর ওপরও বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি।
বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে—এ মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার কর্মী বেকার হয়ে পড়ছে। দেশের আমদানি-রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে। দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে যেকোনো অজুহাতে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। দেশি-বিদেশি বিনিয়োগ অনিশ্চিত হয়ে ওঠে।’
জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে এই মতবিনিময় সভায় জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।