ইসরায়েলিদের বিচারের দাবি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি

গাজায় ইসরায়েলের নৃশংসতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়।

দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ এই বিবৃতি পাঠান।

বিবৃতিতে নেতারা বলেন, জাতিসংঘ ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েল একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করে গাজা উপত্যকাকে এক বিরান ভূমিতে পরিণত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েল গাজাবাসীকে হত্যা করছে। জাতিসংঘের মধ্যস্থতায় কিছুদিন যুদ্ধবিরতি মেনে চললেও গত ১৮ মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধের সব নিয়মনীতির তোয়াক্কা না করে তারা মসজিদ ও হাসপাতালে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে। অ্যাম্বুলেন্সের ওপর হামলা করেছে, ডাক্তারদের হত্যা করেছে, শিশুদের হত্যা করছে।

বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা সমালোচনা করেন যুক্তরাষ্ট্রেরও। তাঁরা বলেন, বিশ্বের মানুষ যখন এই বর্বর ও নৃশংসতায় স্তম্ভিত, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সরঞ্জামসহ সব ধরনের সহায়তা আরও বাড়ানোর কথা বলেছে, যা নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়ে বিবৃতিতে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের এবং জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটা যৌক্তিক ও শান্তিপূর্ণ সমাধানের আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি মুক্তিকামী ও মানবতাবাদী মানুষকে ইসরায়েলিদের প্রতিরোধ ও বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।