সরকার নেতাদের কেনাবেচা করছে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের (রেজা কিবরিয়া-ফারুক) নেতারা। ঢাকা, ১০ ডিসেম্বরছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের (রেজা কিবরিয়া–ফারুক হাসান নেতৃত্বাধীন) নেতারা বলেছেন, সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনাবেচা শুরু করেছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোর এখন ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা সরকারের সঙ্গে আঁতাত করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

আজ রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে গণ অধিকার পরিষদ আয়োজিত নেতারা এসব কথা বলেন। সমাবেশের আগে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক থেকে শুরু করে নয়াপল্টন হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, সরকার ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। জনগণের কোনো অধিকারই নেই। কথা বলতে গেলেই চালানো হচ্ছে নির্যাতন। সরকার গণ অধিকার পরিষদকে নানাভাবে চাপ দিয়েও নির্বাচনে অংশ নেওয়াতে পারেনি।

ফারুক হাসান আরও বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন দেশে হতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা এই পরীক্ষায় পাস করবে, তারা ইতিহাস হবে। আর যারা সরকারের সঙ্গে আঁতাত করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনাবেচা শুরু করেছে। গণ অধিকার পরিষদ এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না।

সমাবেশে দলের নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন সাদ্দাম হোসেন, তারেক রহমান, শিরিন আকতার, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোহাম্মদ শামসুদ্দিন, মোজাম্মেল মিয়াজি, মাহবুবুল হক (শামীম), ইমাম উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম (রতন), যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, সদস্যসচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব মুনতাসীর মাহমুদ।

গণ অধিকার পরিষদের নেতা আতাউল্লাহ সমাবেশ সঞ্চালনা করেন।