জি এম কাদেরপন্থীরা ২ মার্চ যৌথ সভা ডেকেছেন
জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) আগামী ২ মার্চ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা ডেকেছে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, যৌথ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। এতে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।
অন্যদিকে ১০ ফেব্রুয়ারি রওশন এরশাদের নেতৃত্বে তাঁর সমর্থকেরা পৃথকভাবে আগামী ৯ মার্চ দলের জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন।
গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে বিরোধ তৈরি হয়। এখন দুই অংশই পৃথকভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে। এভাবে দলটি ভাঙনের দিকে যাচ্ছে বলে উভয় অংশের নেতারা মনে করছেন।