দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার পাঁচ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। দ্রব্যমূল্যের দামও কমাতে পারেনি। এমনকি সিন্ডিকেটের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি।
আজ সোমবার সন্ধ্যায় বাসদের (মার্ক্সবাদী) কার্যালয়ে আয়োজিত সভায় জোটের নেতারা এসব কথা বলেন।
বাম জোটের সমন্বয়ক ও বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।
সভায় রংপুরের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার বাড়িতে হামলা চেষ্টার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
বাসদের (মার্ক্সবাদী) নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্তের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু মহলের উসকানিমূলক বক্তব্য, বিবৃতি অভ্যুত্থানকারী জনগণকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে এবং জনমনে আশঙ্কা দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাম গণতান্ত্রিক জোটের নেতারা মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।