নদী দখলকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আইন সংশোধনের দাবি

আইনজীবী মনজিল মোরসেদ
ফাইল ছবি

নদী দখল ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আইনে বিধান যুক্ত করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সংগঠনটি এই দাবি জানায়।

এইচআরপিবির একটি প্রতিনিধিদল বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। পরে সংগঠনটির সভাপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা নদ-নদী রক্ষার জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছি। এ রকম একটি আইনি লড়াইয়ে আপিল বিভাগের একটি নির্দেশনা এসেছে। সেখানে বলা হয়েছে, নদী দখল ও দূষণকারীরা নির্বাচনে অযোগ্য হবেন; কিন্তু এটি আইনে নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে এ–সংক্রান্ত বিধান সংযুক্ত করা না হলে নির্বাচন কমিশন নদীদূষণ ও দখলকারীদের নির্বাচনে অযোগ্য করতে পারবে না। তাই আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে এ–সংক্রান্ত বিধান যুক্ত করার আবেদন জানিয়েছি।’

মনজিল মোরসেদ বলেন, আইন সংশোধন করা হলে নদী দখল ও দূষণ কমে আসবে। কারা নদীদূষণ ও দখলকারী, তা নিয়ে নদী রক্ষা কমিশনের প্রতিবেদন আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনজিল মোরসেদ বলেন, নির্বাচন কমিশন তাঁদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। ইসি বলেছে, এটি করা হলে তা পরিবেশের জন্য ভালো হবে। তবে এখানে আইন সংশোধনের প্রয়োজন আছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তাঁরা এ বিষয়ে চেষ্টা করবেন।