ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, আটক ৩
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন যুব মহিলা লীগের সদস্য মোছা. লাবনী (২৮), আওয়ামী লীগের কর্মী মো. সিরাজুল (৩৫) ও ছাত্রলীগের কর্মী মো. রাজু (২৮)। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা স্থানীয় ছাত্র–জনতার বাধার মুখে পড়েন। ছাত্র–জনতা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরাও অংশ নেন। জনগণের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।