গণতন্ত্র মঞ্চের সমাবেশে আসেনি নুরের গণ অধিকার পরিষদ

জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ
ছবি: সাজিদ হোসেন

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ। এই সমাবেশে অংশগ্রহণ করছে না গণ অধিকার পরিষদ। অসুস্থতার কারণে সমাবেশে আসেননি গণতন্ত্র মঞ্চের দুই শীর্ষ নেতা আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না।


নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ। এই সমাবেশে আসেননি গণ অধিকার পরিষদের কোনো নেতা-কর্মী।

গণ অধিকার পরিষদের শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চের সঙ্গে আছে। দলীয় সিদ্ধান্তে আজকের এই সমাবেশে অংশ নিচ্ছে না গণ অধিকার পরিষদ। ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের গণ-অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের দেশে এসে সরাসরি যোগ দেওয়ার কথা ছিল।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান প্রথম আলোকে বলেন, ১১ জানুয়ারির সমাবেশে নুরুল হকের অংশগ্রহণের বিষয়টি গণতন্ত্র মঞ্চের অন্য নেতাদের জানালেও তাঁরা সমাবেশ দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করে দেন। এ কারণে নুর সমাবেশে যোগ দিতে পারেননি। এর প্রতিবাদে গণ অধিকার পরিষদ আজকের কর্মসূচিতে অংশ নিচ্ছে না। 

অসুস্থতার কারণে সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অংশ নিচ্ছেন না৷

গত ডিসেম্বর থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে ১২ দল এবং ১১-দলীয় জোটও রয়েছে। ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মাধ্যমে যুগপৎ আন্দোলনের সূচনা হয়। এরপর ১১ জানুয়ারি গণ-অবস্থান ছিল যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি। বিরোধী দলগুলোর ওই দুই কর্মসূচিতে ঢাকায় পাল্টা সমাবেশ করে শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ।