দুর্নীতিবাজ এমপি-মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তারের দাবি

গণ অধিকার পরিষদের আয়োজিত সমাবেশছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কাছে কালোটাকা রয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালোটাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ—এমন অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, আজিজ, বেনজীরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে। তাঁদেরসহ সব এমপি–মন্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে হবে। দুর্নীতিবাজ লুটেরা এমপি-মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তার করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নুরুল হক। এর আগে শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এসে শেষ হয়।

নুরুল হক বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারকে সময় দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, এক–এগারোর মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। তিনি বলেছেন, এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার দায়ে শেখ হাসিনাকে আগামী ছয় মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে।

এর আগে সারা দেশের জেলা ও মহানগরের দল ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে দিনব্যাপী রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিনিধি সভা করেছে গণ অধিকার পরিষদ।

অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘রাষ্ট্র সংস্কার হতেই হবে। তাদের করতেই হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা তাদের বিদায় দেব না। আবারও বাংলাদেশে কর্তৃত্ববাদ, শেখ হাসিনা ফিরে আসুক, তেমন রাষ্ট্র আমরা গঠন হতে দেব না। আমরা চাই উন্নত গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা। রাষ্ট্র সংস্কারে গণমত নিতে আমরা বিভাগীয় সমাবেশ করব। সেখান থেকে জনগণের মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করা হবে।’

শহীদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছেন উল্লেখ করে নুরুল বলেন, ‘আমাদের বিপ্লব কিন্তু এখনো সমাপ্ত হয়নি। আওয়ামী লীগ নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের রাজপথে থাকতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় ও মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম, আবদুজ জাহের, জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।