২৮ অক্টোবর সমাবেশের কর্মসূচি নিয়ে বিএনপির দিক থেকে কিছু উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। তবে ওই দিন ঢাকায় পরিবেশ শান্তিপূর্ণ থাকবে—এটা আমি মনে করি।
আওয়ামী লীগের সমাবেশ হবে শান্তিপূর্ণ। আমাদের দিক থেকে কোনো উসকানি যেন না থাকে, কোনো ঘটনা যাতে না ঘটে বা ভিন্ন কোনো পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, এ ব্যাপারে আমাদের দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিরোধী দলের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সভা-সমাবেশ থেকে বিভিন্ন রকম বক্তব্য যা আসছে, এগুলো রাজনৈতিক বক্তব্য। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ২৮ অক্টোবর সমাবেশ করবে। আমরা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে করব। আমাদের ওপর কোনো আক্রমণ হলে বা বিরোধী পক্ষ কোনো সন্ত্রাস করলে তখন ছাড় দেওয়া হবে না।
বিএনপি যদি সন্ত্রাস করে বা অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।
এখন আটক বা গ্রেপ্তারের যেসব অভিযোগ করা হচ্ছে, এগুলো সন্ত্রাস ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হচ্ছে। এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন না করার কথা বিএনপি বলছে। এতে আলোচনা বা সংলাপের কোনো সুযোগ নেই। এই বিষয় নিয়ে আওয়ামী লীগ কোনো আলোচনা করবে না।
আমরা বর্তমান সংবিধানের ভেতরে থেকে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তারা যদি বলে যে এই প্রক্রিয়াতেই নির্বাচনে অংশ নেবে, তখন আলোচনা বা সংলাপ হতে পারে। তাদের (বিএনপি) নির্বাচন করতে হবে, সেটা যদি তারা ঠিক করে, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় আলোচনার মাধ্যমে ঠিক করা যেতে পারে। এক দফা দাবি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।
এখন ২৮ অক্টোবর আমরা রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঢাকায় সমাবেশ করব। আমরা নির্বাচন সামনে রেখে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরব। অন্য দলের কর্মসূচি থাকলেও ২৮ অক্টোবর পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আমাদের দলও মনে করে।
আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগ এবং কৃষিমন্ত্রী