পদত্যাগী নির্বাচন কমিশনারদের বিচার করতে হবে: ইসলামী আন্দোলন
সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারের বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
এর আগে আজ দুপুরে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে। এই কমিশনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এবং মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন আয়োজিত ‘আগামীর বাংলাদেশ-যুব সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বক্তৃতায় তিনি সদ্য পদত্যাগকারী সিইসি ও অন্য কমিশনারের বিচার দাবি করেন।
আওয়ামী লীগ করার কারণে নিরপরাধ কারও নামে মিথ্যা মামলা হোক, তা চান না বলেও উল্লেখ করেন মুহাম্মদ ফয়জুল করিম। মিথ্যা মামলা, চাঁদাবাজি, জুলুম-অত্যাচারের অবসান চান তিনি। দেশের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারদের (এসপি) পেছনে যে অর্থ ব্যয় হয়, তাতে তাঁরা মনে করেন দেশ গরিব নেই বলেও উল্লেখ করে মুহাম্মদ ফয়জুল করিম বলেন, বাজেটের বড় অংশ চলে যায় রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন-ভাতার পেছনে। বাজেটের অর্থ জনগণের কল্যাণে কম ব্যয় হয়।
বৈঠকে বক্তব্য দেন বিকল্প যুব ধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাইমেন ফারুকী প্রমুখ। ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. নেছার উদ্দীনের সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন সংগঠনটির মহাসচিব মুফতি মানসুর আহমদ।