সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে আগামীকাল আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আবারও সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল সোমবার বিকেলে এবি পার্টির সঙ্গে আলোচনা করবে কমিশন।

আগামীকাল বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এবি পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস‍্যের প্রতিনিধিদলকে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, পাঁচটি সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছিল এবি পার্টি। ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টির বিষয়ে আংশিক একমত জানিয়ে লিখিত মতামত কমিশনের কাছে জমা দিয়েছিল তারা। আগামীকালের সভায় এবি পার্টির দ্বিমত ও আংশিক একমত প্রকাশ করা বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।

সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত ২০ মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা শুরু করে কমিশন। অবশ্য এসব আলোচনায় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকছেন না। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা দলগুলোর সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।

ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। এরই ধারাবাহিকতায় এবি পার্টির সঙ্গে আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। এরপর পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবে কমিশন।