ইসির অ্যাপে ধীরগতি

ঘরে বসে নির্বাচন-সম্পর্কিত সব ধরনের তথ্য জানতে প্রায় দুই মাস আগে নির্বাচন কমিশন (ইসি) একটি অ্যাপ চালু করেছিল। কথা ছিল, দুই ঘণ্টা পরপর ভোট পড়ার সরাসরি তথ্য সেখানে জানা যাবে। এ ছাড়া ভোটাররা নিজেদের কেন্দ্র সম্পর্কেও জানতে পারবে। তবে অ্যাপটি ব্যবহার করতে গিয়ে ধীরগতিসহ কিছু সমস্যা দেখা দিচ্ছে।

গত ১২ নভেম্বর ইসি ২১ কোটি ব্যয়ে নির্মিত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি বা স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ নামের একটি অ্যাপ চালু করেছে, যা গুগল ও অ্যাপলের প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

ইসি জানিয়েছিল, অ্যাপটিতে ভোটার, আসন, প্রার্থী ও তাঁদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ ছাড়া নির্বাচনের দিন প্রতি দুই ঘণ্টা পরপর প্রতিটি আসনে ভোটের ফলাফল জানা যাবে।

গতকাল রাত থেকে অ্যাপটি ধীরগতি হয়ে যায়। ভোটারের কেন্দ্র ও তথ্য জানতে গেলে বেশ কয়েকবার চেষ্টার পর তা জানা যায়। আজ ভোটের দিন সকাল থেকেই অ্যাপটিতে আরও ধীরগতি দেখা যায়। অনেকেই প্রবেশ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন।
নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, একসঙ্গে অনেক হিট হওয়ার কারণে অ্যাপ ধীরগতি হয়ে গেছে বলে তাঁরা মনে করছেন। এর মধ্যে ভুয়া হিটও থাকতে পারে।

অবশ্য ইসির একটি সূত্র জানিয়েছে, কিছু জায়গায় ইন্টারনেটের গতি ধীর থাকায় সেখান থেকে অ্যাপে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।

ফলাফলে গিয়ে দেখা যায়, সকাল ১০টা ও দুপুর ১২টা পর্যন্ত ভোটের ফলাফল হালনাগাদ করা হয়েছে। ফলাফল জানার জন্য দুপুর সাড়ে ১২টার ভোট পড়ার ফলাফল দেখতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। বেলা একটার দিকে অ্যাপে প্রবেশ করতে গেলে ৫ মিনিট পর্যন্ত ঘুরলেও কোনো কিছু আসছিল না।