রমজানে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের জন্য পরীক্ষা: এবি পার্টি

মজিবুর রহমান মঞ্জু

পবিত্র রমজানে দ্রব‍্যমূল‍্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসন সরকারের জন‍্য পরীক্ষা বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই পরীক্ষায় সরকারকে পাস করতে হবে। অন‍্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলন মজিবুর রহমান এ কথা বলেন। রমজানে যানজট নিরসনসহ সারা দেশে যোগাযোগব্যবস্থায় জনভোগান্তি দূর করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ‍্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে প্রতিদিন এই গণ-ইফতার অনুষ্ঠিত হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রমজান মাস এলে কৃত্রিমভাবে দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্য কর্মকাণ্ডে। এসব বিষয়ের পেছনে অতীতে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকত। বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোনো দলের সরকার না। তাদের মদদপুষ্ট সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শঙ্কামুক্ত হবে না?’

সংবাদ সম্মেলনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন বক্তব্য দেন। এবি পার্টির ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।