মন্ত্রিসভা থেকে বাদ পড়া ৪ জন সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন

উপরে বাঁ থেকে টিপু মুনশি ও আব্দুর রাজ্জাক; নিচে বাঁ থেকে শ ম রেজাউল করিম ও জাহিদ আহসান

দ্বাদশ জাতীয় সংসদে আরও ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরীকে ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়া চারজনকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

এর আগে গতকাল রোববার ১২টি সংসদীয় কমিটি গঠন করা হয়। এ নিয়ে ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ২৮টি গঠন করা হলো।

আজ সোমবার গঠন করা কমিটিগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে টিপু মুনশিকে। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শ ম রেজাউল করিম। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি দুই মেয়াদে (২০০৯–২০১৮) শিক্ষামন্ত্রী ছিলেন। গত সংসদের শেষের দিকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আসাদুজ্জামান নূর। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন সিমিন হোসেন রিমি। তাঁকে নতুন মন্ত্রিসভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। গত সংসদেও তিনি এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাগুফতা ইয়াসমিন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম। গত সংসদে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আফতাব উদ্দীন সরকার। নীলফামারী–১ আসনের এই সংসদ সদস্য এবারাই প্রথম কোনো সংসদীয় কমিটির সভাপতি হলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এইচ এম ইব্রাহীম। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাতীয় পার্টির মুজিবুল হক।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন দীপঙ্কর তালুকদার। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। নতুন মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আ স ম ফিরোজ। তিনি গত সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ছিলেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে এবং তাঁর পক্ষে চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী কমিটিগুলো সংসদে প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

এ ছাড়া পিটিশন কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আর লাইব্রেরি কমিটির সভাপতি হয়েছেন ডেপুটি স্পিকার শামছুল হক। এই দুটি কমিটির মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।