গ্যাসের দাম নির্ধারণে অসম নীতি বাতিলের দাবি ইসলামী আন্দোলনের
নতুন শিল্পের জন্য গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ মঙ্গলবার মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুফতি রেজাউল করীম বলেছেন, গ্যাসের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এই বৈষম্যমূলক সিদ্ধান্ত নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। একই খাতে ব্যবসারত পুরোনো কারখানা কম দামে গ্যাস পাবে। নতুন কারখানাকে বাড়তি দাম দিতে হবে। ফলে নতুনেরা পুরোনোদের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে বিপাকে পড়বেন। বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি একটি প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এই অপ্রতুল জ্বালানি এবং জ্বালানির দাম নিয়ে স্থিতিশীল কোনো নীতি না থাকার কারণে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত থাকেন।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ব্যবসার ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা থাকা আবশ্যক। নীতি অনিশ্চয়তা বিনিয়োগ সিদ্ধান্তকে দ্বিধাগ্রস্ত করে। ফলে নতুন শিল্পের জন্য ৩৩ শতাংশ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং ব্যবসাসংক্রান্ত নীতিতে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
চলমান সংস্কার কার্যক্রমকে গতিশীল করে নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দিয়ে মুফতি রেজাউল করীম বলেন, নির্বাচন লাগবে, তবে জরুরি সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিলে দেশ আবারও আগের পঙ্কিলতায় নিপতিত হবে; তাই সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে হবে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে বহু শাসক আমরা দেখেছি। বহু নীতিও আমরা দেখেছি। আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা পাইনি। এবার ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ইসলামপন্থী সবাই এবার আসনভিত্তিক একক প্রার্থী দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যে দলই করেন না কেন, এবার দেশের স্বার্থে ইসলামকে ক্ষমতায় আনতে কাজ করুন।’
ইসলামী আন্দোলনের শালিখা উপজেলা সভাপতি মাওলানা উসমান গনী সাঈফির সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মনিরুজ্জামান, সহসভাপতি মাওলানা মশিউর রহমান ও নাজিরুল ইসলাম।
ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিলের প্রতিবাদে গণমিছিলের ঘোষণা
ভারতের ওয়াক্ফ বিলের বিতর্কিত পরিবর্তন ও অব্যাহত মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৬ এপ্রিল (শনিবার) জোহরের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দলটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম গণমিছিলে নেতৃত্ব দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা আহমাদ আবদুল কাইউমসহ কেন্দ্রীয় নেতারা।