মিছিল–সমাবেশের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বাম জোট
কোনো স্বৈরশাসকই জনগণের কণ্ঠ রোধ করে জনরোষ থেকে রক্ষা পায়নি
মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা এই ‘হত্যাকাণ্ডের’ দ্রুত বিচার চেয়েছে। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জোটের নেতারা এই দাবি জানান। একই বার্তায় তাঁরা রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ও স্থানে সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সরকার রাজধানী ঢাকার সচিবালয় থেকে মিন্টো রোড পর্যন্ত এবং প্রেসক্লাব, শাহবাগসহ বিভিন্ন স্থানে সভা–সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের জন্মের পর থেকেই স্বৈরাচারী শাসকেরা তাদের গদি রক্ষার স্বার্থে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন-সংগ্রামকে দমন ও বাধা দেওয়ার জন্য এরূপ অগণতান্ত্রিক আইন প্রয়োগ করার চেষ্টা করেছে। কিন্তু কোনো স্বৈরশাসকই জনগণের কণ্ঠ রোধ করে জনরোষ থেকে রক্ষা পায়নি। পতিত শাসকের পথ অনুসরণ করে এ সরকারও জুলাই গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষার বিপরীত পথে হাঁটছে।’
জোটের নেতারা বলেন, সরকার নারী-শিশু ধর্ষক, চোর, ডাকাত, অর্থ পাচারকারী, বাজার সিন্ডিকেট ব্যবসায়ী ও মব (বিশৃঙ্খল জনতার) সন্ত্রাস নিয়ন্ত্রণ ও বিচার করতে ব্যর্থ। উল্টো যারা এসব অনাচার, অত্যাচার, ধর্ষণ ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের মুখ বন্ধ করতেই সভা সমাবেশ মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা জনগণের গণতান্ত্রিক অধিকার সম্প্রসারিত করা। সরকারের এই সিদ্ধান্ত বরং জনগণের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করবে। তাই অবিলম্বে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকারী এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
জোটের পক্ষে বিবৃতি দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।