মির্জা আব্বাসের বাসার সামনে পুলিশ
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকার বাসার সামনের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ কারণে তিনি বাসায় নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন।
মির্জা আব্বাসের বাসা রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত। আজ সোমবার সকাল থেকে তাঁর বাসার সামনের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
হঠাৎ পুলিশের এই অবস্থান নিয়ে আজ দুপুর পৌনে ১২টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বাসায় নিরাপদ বোধ করছি না। অতীতের মতো আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা করছি।’
মির্জা আব্বাস বলেন, সরকার যতই বাধা দিক না কেন, তাঁরা শান্তিপূর্ণভাবেই ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবেন। তাঁরা কোনো উসকানিতে পা দেবেন না।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, আজ সকাল থেকে মির্জা আব্বাসের বাসার চারপাশ পুলিশ ঘেরাও করে রেখেছে। বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিন দেখা যায়, মির্জা আব্বাসের বাসার সামনের সড়কে পুলিশের তিনটি পিকআপ ভ্যান রাখা। সেখানে পুলিশের সদস্যরা অবস্থান করছেন।
উপস্থিত পুলিশ সদস্যরা বলছেন, তাঁরা নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সেখানে অবস্থান করছেন।
দুপুর সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সদস্যদের সেখানে দেখা গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, মির্জা আব্বাসের বাসায় আজ গণসমাবেশ নিয়ে প্রস্তুতি সভা ছিল। বাসার সামনে পুলিশের অবস্থানের কারণে দলীয় নেতা-কর্মীরা এই সভায় যোগ দিতে পারেননি।
মির্জা আব্বাস বলেন, তাঁর বাসায় প্রস্তুতি সভা ছিল। এর মধ্যে বাসার চারপাশে পুলিশ অবস্থান নেয়। তারা নেতা-কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মির্জা আব্বাস বলেন, সরকার নিজেদের অপশাসনের কারণে নিজেরাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সরকার পরিকল্পিতভাবে ১০ ডিসেম্বরের সমাবেশ নষ্ট করার চেষ্টা করছে।