নতুন দল গঠনে মদদ জোগানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: সাইফুল হক

রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আজ শুক্রবার বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকছবি: সংগৃহীত

ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনে মদদ জোগানো অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছাত্র-তরুণদের স্বাধীনভাবেই রাজনৈতিক দল করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা করতে গেলে অন্তর্বর্তী সরকার যেমন সংকটে পড়বে, তেমনি ছাত্রদের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাও হোঁচট খাবে।

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এ কথা বলেন।

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বিতর্ক ও বিভাজন এড়াতে নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা দরকার বলে মন্তব্য করেন সাইফুল হক। তিনি বলেন, এই সরকারকে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে।

সরকারের কার্যকারিতায় ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সংগঠিত নানা তৎপরতা বেড়ে চলেছে উল্লেখ করে সাইফুল হক বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বাধা লক্ষ করা যাচ্ছে। এসবের পেছনে কোনো রাজনৈতিক মদদ রয়েছে কি না, তা বের করা দরকার। এসব অপতৎপরতায় যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে সরকার কাজে লাগাতে পারছে না বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সাইফুল হক বলেন, অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পর দিনবদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে। প্রজ্ঞা আর দূরদর্শিতার অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বিপুল সম্ভাবনার অনেকটাই মাঠে মারা যাচ্ছে।

বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, আরিফুল ইসলাম, রাজেশ খান, সাফায়েত কামাল প্রমুখ।