অতীতের মতো এই বিজয়কে ব্যর্থ হতে দেওয়া যাবে না: এবি পার্টি

এবি পার্টির পক্ষ থেকে আজ সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়ছবি: এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান বলেছেন, ১৯৭১ ও ২০২৪-এর রক্তক্ষয়ী সংগ্রামের পথ ধরে যে বিজয় এসেছে, তা হলো ফ্যাসিবাদী বৈষম্য ও দেশের শত্রুদের বিরুদ্ধে শোষিত জনতার অবিস্মরণীয় বিজয়। অতীতের মতো এই বিজয়কে ব্যর্থতায় পর্যবসিত করা যাবে না।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ কথা বলেন এবি পার্টির সদস্যসচিব। এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবি পার্টির পক্ষ থেকে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব সানী আবদুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম, উত্তরের সদস্যসচিব সেলিম খান, যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, যুব পার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।