নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বলেছে ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলের ব্যয়ের হিসাব ইসিতে দাখিল করার বিধান রয়েছে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশ নেয়।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রার্থীদের জন্য কত ব্যয় করতে পারবে, তা আইনে নির্ধারণ করে দেওয়া আছে। কোনো দলের প্রার্থী ২০০ জনের বেশি হলে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা, প্রার্থীর সংখ্য ১০০ জনের বেশি তবে ২০০ জনের কম হলে ব্যয় করতে পারবে ৩ কোটি টাকা। কোনো দলের প্রার্থীর সংখ্যা ৫০ থেকে ১০০ হলে সেই দল দেড় কোটি টাকা এবং প্রার্থীর সংখ্যা ৫০ জনের কম হলে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারবে। এই ব্যয়ের ক্ষেত্রে ভোটারপ্রতি সর্বোচ্চ দেড় টাকা ব্যয় করা যাবে। তবে এই হিসাব থেকে নির্বাচনী প্রচারে দলীয় প্রধানের বিভিন্ন এলাকায় ভ্রমণের যে ব্যয় তা বাদ যাবে।