সাবেক সংসদ সদস্য সরওয়ার ও তাঁর স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানফাইল ছবি

কুষ্টিয়া-১ আসন থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান ও তাঁর স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তাঁদের বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের কুষ্টিয়ায় থাকা জমি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। তাঁর দুটি গাড়ি এবং রাজধানীর বাড্ডায় তাঁর নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি হওয়া মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, আ ক ম সরওয়ার জাহানের নামে ছয়টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা হয়েছিল। এসব হিসাব থেকে ৫ কোটি ৬৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

মামলায় আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।