মার্কিন কূটনীতিকের বাসায় প্রাতরাশ বৈঠকে বিএনপি নেতারা
ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসায় প্রায় এক ঘণ্টা ওই বৈঠক হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে তিনি নিজেও উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন, এটি এ রকম একটি বৈঠক। তাঁর বাসায় প্রাতরাশ বৈঠকে আজকে বিএনপির মহাসচিব অংশ নেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কী ভাবছে—এসব বিষয় সম্পর্কে তাঁরা জানতে চেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও বৈঠকে ছিলেন।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি দলের সঙ্গে বৈঠক
আজ বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি মাইকেলস লিডা উয়ার ও ম্যাট ব্যাকেনসহ তিন সদস্যের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জেবা খান উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।