যুব উইং গঠনে এনসিপির প্রস্তুতি উপ-কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং গঠনের জন্য প্রস্তুতি বিষয়ক সাত সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকাশক্তি যুব সমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাঁদের অংশীদারিত্ব নিশ্চিত করতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে যুব উইং গঠনের জন্য প্রস্তুতি বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে।

এই উপ-কমিটির সদস্যরা হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, মো. তারিকুল ইসলাম, জাহেদুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, রাদিথ বিন জামান ও নাহিদা বুশরা।

সম্প্রতি যাত্রা শুরু করা তরুণদের রাজনৈতিক দল এনসিপি সাংগঠনিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ২৩ মার্চ শ্রমিক উইং গঠন করে।