মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করা হচ্ছে: ছাত্র ইউনিয়ন
বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়নের চারুকলা অনুষদ শাখা। এ ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিকভাবে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কর্মযজ্ঞ শিক্ষক–শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত হতো। কিন্তু এবারের আয়োজনের শুরু থেকেই চারুকলার শিক্ষকদের মধ্যে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রবণতা দেখা গেছে।
সংস্কৃতি মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো শুরু থেকেই এই আয়োজনে হস্তক্ষেপ করেছে উল্লেখ করে বিবৃতিতে অভিযোগ করা হয়। সেখানে বলা হয়, শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে তরমুজের ফালি নির্মাণের প্রস্তাব দিলে গোয়েন্দা সংস্থার অনুমোদনের দোহাই দিয়ে সেটিও বাদ দেয়া হয়। মোটিফ তৈরিতে তারা শিক্ষার্থীদের মত উপেক্ষা করলে পরে গণরোষের মুখে সেটি পরিবর্তন করতে বাধ্য হয়।
মঙ্গল শোভাযাত্রা এরশাদ সরকারের অশুভ শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদের হাতিয়ার ছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আওয়ামী শাসনামলে এই আয়োজন প্রচণ্ড হস্তক্ষেপের শিকার হয়। সে সময় সিদ্ধান্ত গ্রহণ ও আয়োজনে যেভাবে বিরোধী মতকে দমন করা হতো, চারুকলার বর্তমান প্রশাসন পতিত শক্তির সেই অপতৎপরতা কাঁধে নিয়ে হাঁটছে। মঙ্গল শোভাযাত্রার ওপর শিক্ষার্থীদের কর্তৃত্ব কেড়ে নিয়ে প্রশাসনিক ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার গণবিরোধী পরিকল্পনা রুখে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন।