জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হচ্ছে না বলে উল্লেখ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হচ্ছে না। বলতে পারেন, জাতীয় ঐকমত্য কমিশনের এটি একটি উদ্বোধনী সভার মতো।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের বিরতিতে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সাইফুল হক। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামায়াতসহ দেশের ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়।
সাইফুল হক বলেন, অন্তর্বর্তী এ সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যেমন সমর্থন রয়েছে, তেমনি দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও রয়েছে। ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ কথা বলেছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন দল ও জোটগুলোর সঙ্গে কথা বলবে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন, কোনো প্রস্তাব চাপিয়ে দেওয়ার মনোভাব তাঁদের নেই। আলাপ-আলোচনা করে, একটি বোঝাপড়া তৈরি করে যে প্রশ্নে আমরা একমত হতে পারব, সেই ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরির চেষ্টা হবে। জাতীয় সনদের ভিত্তিতে পরবর্তীকালে জাতীয় নির্বাচন বা সংবিধান সংস্কার প্রশ্ন আলোচনা হবে।’
সাইফুল হক বলেন, আরেকটা বিষয় অধ্যাপক ইউনূস পরিষ্কার করে বলেছেন, ভারতের বাংলাদেশবিরোধী নীতি একটা বিপর্যয়ে ফেলছে। সর্বশেষ ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তাঁর কোনো নালিশ ট্রাম্প প্রশাসন আমলে নেয়নি।