বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে জামায়াত, দাবি সংবাদ সম্মেলনে
বিনিয়োগ সম্মেলনে জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস রাখতে চাই যে বাংলাদেশকে আমরা বিশ্বের সেরা ২০ দেশের মধ্যে নিয়ে যেতে সক্ষম হব। দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশের সৃষ্টি হয়েছে, এটি আমরা বিদেশিদের বোঝাতে সক্ষম হয়েছি।’
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত সোমবার থেকে বিনিয়োগ সম্মেলন চলছে। সেখানে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্টল রাখা হয়। ওই স্টল থেকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলা হয়।
আজ বিকেলে বিনিয়োগ সম্মেলনস্থলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কথা বলেন জামায়াত নেতা মোবারক হোসাইন। তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে পারি, তাহলে আমার বিশ্বাস যে বিনিয়োগকারীরা এখানে আসবেন। আমরা তাঁদের আশ্বস্ত করতে পেরেছি এবং আমরা আশাবাদী যে বড় বড় ব্যবসার সেক্টর এ দেশে খোলা সম্ভব হবে।’
জামায়াতের এই নেতা বলেন, বর্তমান সরকারের আয়োজনে বিনিয়োগ সম্মেলনে বড় বড় দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন। গত দুই দিন তাঁরা বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি উপযুক্ত পরিবেশ পেলে তাঁরা এ দেশে বিনিয়োগ করবেন বলে অনেককে আশ্বস্ত করেছেন।
দেশের ব্যবসায়িক খাতে জামায়াতে ইসলামের নেতা–কর্মীদের সফলতার কথা উল্লেখ করে মোবারক হোসাইন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ব্যবসা করছে না। তবে জামায়াতে ইসলামীর যাঁরা বড় বড় ব্যবসা পরিচালনা করছেন, আমরা জানি কীভাবে ব্যবসা পরিচালনা করতে হয়। আমরা যে সেক্টরেই কাজ করেছি, সেখানেই সফলতা অর্জন করেছি।’
প্রযুক্তি খাতে ব্যবসা বাড়ানোর আগ্রহ জানিয়ে জামায়াতের এই নেতা আরও বলেন, প্রযুক্তি নিয়ে কাজ করতে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীরা প্রস্তুত আছেন।