গাজার পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার হতে সরকারের প্রতি বাসদের আহ্বান

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে, ২১ মার্চ ২০২৫ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা চালিয়ে নির্বিচার মানুষ হত্যা করছে ইসরায়েল। এতে করে এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার দুর্দশা আরও শোচনীয় হয়ে পড়েছে। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারসহ গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল–পরবর্তী এক সমাবেশে বাসদের নেতারা এই আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সদস্য জুলফিকার আলী এবং নগর কমিটির সদস্য খালেকুজ্জামান লিপন সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে বাসদ নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজায় নতুন করে হামলার নীলনকশা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা–ই নয়, নেতানিয়াহু গাজাবাসীকে সরে যেতে নির্দেশ দিয়েছেন এবং বলছেন ‘গাজায় নৃশংসতা কেবল শুরু’।

এই পরিস্থিতিতে হামলা বন্ধ ও গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে আহ্বান জানান বাসদ নেতারা।

বাসদ মনে করে, মধ্যপ্রাচ্যের তেল ও খনিজসম্পদের দখল এবং ওই অঞ্চলে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। সবাইকে এক হয়ে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে।