২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিএনপির ২৪ ডিসেম্বরের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান কাদেরের

আগারগাঁওয়ে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: প্রথম আলো

২৪ ডিসেম্বর দেশব্যাপী বিএনপির গণমিছিল কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। দুই মাস আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলেন। সেটি জানার পরও বিএনপি গণমিছিল কর্মসূচি দিয়ে দেশে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনের তারিখ জেনেও বিএনপি গণমিছিলের আয়োজন করে আমাদের উসকানি দিচ্ছে। এর মাধ্যমে গন্ডগোল বাধানোর চক্রান্ত করছে।’ কোনো ধরনের উসকানি ও চক্রান্ত না করে কর্মসূচি প্রত্যাহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন রাজনীতির মাঠে বেপরোয়া ড্রাইভার। তারা (বিএনপি) জঙ্গিদের মাঠে নামিয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে।

এর আগে গত শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলো নিয়ে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দেয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

আরও পড়ুন