আরেকটি এক-এগারো আনার পরিকল্পনা হচ্ছে: রাশেদ খান
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আরেকটি এক–এগারো আনার পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
কোনোভাবেই সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না উল্লেখ করে রাশেদ খান বলেন, এক-এগারো ফিরে এলে ভুক্তভোগী হবে রাজনৈতিক দলগুলো। গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অপরিসীম ভূমিকা রয়েছে। তাদের বন্দুকের নল আওয়ামী লীগের দিকে তাক না হলে কোনোভাবেই গণ অভ্যুত্থান হতো না।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালনকালে তিনি এ কথাগুলো বলেন।
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা মনে করি, সব দল জনগণের সেন্টিমেন্টের (মতামত) আলোকে সিদ্ধান্ত জানাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করে কারও পক্ষে রাজনীতি করা সম্ভবপর নয়।
গণ অধিকার পরিষদের এই নেতা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ আমরা দেখতে চাই, কারা নিষিদ্ধ চায় না।’
প্রধান উপদেষ্টার নেতৃত্বে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষকে নিয়ে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা দরকার বলে মনে করেন রাশেদ খান।
সরকারের মধ্যে আওয়ামী ‘প্রেতাত্মা’ রয়েছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসান বলেন, ‘এদের বিতাড়িত না করলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।’
গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, হাবিবুর রহমান, সহ-নিরাপত্তা সম্পাদক আলাউদ্দিন আজাদ, সহ-স্বাস্থ্য সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ঢাকা বার আইনজীবী সমিতির আহ্বায়ক মমিনুল ইসলাম।
এ সময় গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে গণস্বাক্ষর বইতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অনেকে স্বাক্ষর করেন।