সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জাসদের
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কার করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। এ জন্য অবিলম্বে কমিশন গঠনের দাবিও জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ চত্বরে এক সমাবেশে শিরীন আখতার এ কথা বলেন। দুর্নীতি-লুটপাটে জড়িত রাঘববোয়ালদের গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধের দাবিতে এই সমাবেশ করে জাসদ। সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
শিরীন আখতার বলেন, হাইকোর্টের সর্বশেষ রায়ের পর আর সিদ্ধান্তহীনতা, গড়িমসি, কালক্ষেপণ না করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করুন। তিনি বলেন, যেসব রাজনৈতিক অপশক্তি, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে তাদের ক্ষুদ্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পাগল হয়ে উঠেছে, তাদের বিষয়ে ছাত্রছাত্রীদের সজাগ থাকতে হবে।
দুর্নীতিবাজ-লুটেরারা যেন দুর্নীতি-লুটপাটের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থসম্পদ ভোগ করতে না পারে, তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন শিরীন আখতার। তিনি দুর্নীতিবাজ-লুটেরাদের সব অর্থসম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান।
সমাবেশে শিরীন আখতার বলেন, জনগণের হক, রাষ্ট্রীয় অর্থসম্পদ চুরি বন্ধ করা গেলে দেশের উন্নয়নের গতি বহু গুণ বাড়বে। প্রধানমন্ত্রীর হাতে যে শাসনদণ্ড আছে, তা মুখ না দেখে, দল না দেখে, দুর্নীতিবাজ-লুটেরাদের ওপর নির্মমভাবে প্রয়োগ করতে হবে। যেকোনো মূল্যে আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।
নিম্ন ও সীমিত আয়ের মানুষ কষ্টে আছে উল্লেখ করে শিরীন আখতার বলেন, আর কোনো অজুহাত না দেখিয়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে যা করা দরকার, তা সরকারকেই করতে হবে।
জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের সভাপতিত্ব করেন সফি উদ্দিন মোল্লা। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক প্রমুখ।