যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। বৈঠকে গণ-অভ্যুত্থানের পরবর্তী রাজনীতি, দেশের সামগ্রিক অবস্থা, অর্থনীতি, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, দ্বিপক্ষীয় সম্পর্ক, সরকারের স্থিতিশীলতা, নির্বাচন এবং গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকের পর গণ অধিকার পরিষেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন গণ–অভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে গণ অধিকার পরিষদের প্রতিনিধিদলে ছিলেন দলের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও আন্তর্জাতিক সম্পাদক মো. খাইরুল আমিন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, রাজনৈতিক/শ্রমবিষয়ক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট।