তফসিলের প্রতিবাদে কাল অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট

তফসিল ঘোষণা করার পরপরই বাম গণতান্ত্রিক জোট তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছবি: শুভ্র কান্তি দাশ

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোট আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

আজ বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই বাম গণতান্ত্রিক জোট তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স
ছবি: শুভ্র কান্তি দাশ

পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে থেকে মিছিলটি মশাল নিয়ে মতিঝিলের দিকে যাত্রা শুরু করে। মিছিল থেকে তফসিল প্রত্যাহার ও আগামীকাল হরতাল পালনের আহ্বান জানিয়ে স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি আবার পল্টন মোড়ে ফিরে আসে।

মিছিল শেষে গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক ইকবাল কবিরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বাম জোটের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল দেশের জনসাধারণ কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না। সরকার গণদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল সারা দেশে অর্ধদিবস হরতাল পালিত হবে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান, বাসদ (মার্কবাসী) দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদসহ জোট নেতা আবদুল আলীপ্রমুখ বক্তব্য দেন। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর রাজপথে হরতালের সমর্থনে মিছিল, সমাবেশ করা হবে বলে তারা ঘোষণা দেন।

বক্তারা বলেন, সারা দেশেই নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিশোরগঞ্জ ও গাইবান্ধায় মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে তারা জেনেছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই গণতান্ত্রিক আন্দোলন চলতে থাকবে।

বক্তারা বলেন, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। তারা জনগণকে সঙ্গে নিয়ে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ-আন্দোলন গেড়ে তোলার আহ্বান জানান।