সিইসি নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গণসংহতি আন্দোলনের

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা
ফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে গণসংহতি আন্দোলন। গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মামলাটি করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ডিসেম্বর মাসে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০১৮ সালের জুন মাসে চিঠির মাধ্যমে নিবন্ধন করা যাবে না বলে জানায়। পরে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উচ্চ আদালতে রিট করেন। উভয় পক্ষের শুনানি শেষে ওই রিট মামলায় উচ্চ আদালত ২০১৯ এপ্রিলে রায় দেন। আদালত রায় ও আদেশের কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হয়। আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি পাঠানো হয়েছে। আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশনা থাকা সত্তেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর বিভিন্ন সময়ে গণসংহতির পক্ষে বারবার যোগাযোগ করা হলেও কোনো ফল না পাওয়ায় গত বছরের ১০ অক্টোবর আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়।
গণসংহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, নোটিশ পাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ গণসংহতি আন্দোলনের পক্ষে জোনায়েদ সাকি মামলা করেন। মামলা পরিচালনা করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।