মহিলা দল কমিটি দিল ঢাকায়

নায়েবা ইউসুফ ও রুমা আক্তার

বিএনপির পর এবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি দিল জাতীয়তাবাদী মহিলা দল। ১ জন আহ্বায়ক ও সদস্যসচিবসহ ৮ জনকে যুগ্ম আহ্বায়ক করে ১০ সদস্যের দুটি কমিটি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।

মহিলা দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কমিটির অনুমোদন দিয়েছেন। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে নায়েবা ইউসুফ ও মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে রুমা আক্তারকে।

উত্তরের কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন লাইলী বেগম, রাবেয়া আলম, রোকেয়া সুলতানা, স্বপ্না আহমেদ, তাহমিনা আরফিন, বুলবুল নাহার, তাহমিনা আক্তার ও আঞ্জুমান আরা। সদস্যসচিব হয়েছেন রুনা লায়লাকে (রুনা)। মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়কেরা হলেন শাহীনুর নার্গিস, হোসনে আরা, সালেহা বেগম, হাসিনা বেগম, রেহেনা ইয়াসমিন, ফেরদাউসি বেগম, রাশিদা বেগম ও জাহানারা বেগম। সদস্যসচিব করা হয়েছে নাসিমা আক্তারকে।

গতকাল রাজধানীর উত্তরা (পূর্ব ও পশ্চিম), বাড্ডা ও তেজগাঁও অঞ্চলের ৩৫টি সাংগঠনিক ওয়ার্ডে কমিটি দেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিটি কমিটিতে ১ জন আহ্বায়কের নেতৃত্বে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে। ৩৫টি কমিটিতে মোট সদস্য ১ হাজার ৮৫ জন।