বিএনপির ঢাকা মহানগরের ২৩ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

শাহবাগ থানা বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম ওরফে মজনুসহ ২৩ নেতা–কর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থাকায় এই কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সাইদুর রহমান। তিনি বলেন, গতকাল নেতা–কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য হুমকি–ধমকি দেওয়া হয়েছে। কিন্তু ভয়ভীতি উপেক্ষা করে নেতা–কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, গত রোববার রফিকুল আলমসহ ২৩ নেতা–কর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আটক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর কদমতলী, গেন্ডারিয়া, শ্যামপুর, যাত্রাবাড়ী, লালবাগ, সূত্রাপুর, কলাবাগান, ডেমরা, মতিঝিল, রমনা, বংশাল, চকবাজার, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, খিলগাঁও, কামরাঙ্গীরচর, ওয়ারী, সবুজবাগ, মুগদা, কোতোয়ালি, শাহজাহানপুর ও পল্টন থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতা–কর্মীরা অংশ নেন।

এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম অবিলম্বে নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।