২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ডিএমপি কমিশনারের কুশপুত্তলিকা দাহ ঢাবি ছাত্রদলের

খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটি অংশের নেতা-কর্মীরা
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটি অংশের নেতা-কর্মীরা। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা পুলিশের এই কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন।

রোববার রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ডিএমপি কমিশনারকে ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানান ছাত্রদলের এই নেতারা।

আরও পড়ুন

এর আগে শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘একটি পার্টির খুব সিনিয়র এক নেতা বলা শুরু করেছেন, তাঁদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা। এর চেয়ে হাস্যকর...। যাঁকে তাঁর স্বামী পরিত্যক্ত করে বলেছিলেন, পাকিস্তানের ওখানে কী করছ...। আর এখন সে নাকি বড় মুক্তিযোদ্ধা। আর না বলি।’

কুশপুত্তলিকা দাহ করার পর ছাত্রদল নেতা করিম প্রধান বলেন, ‘ডিএমপি কমিশনারের বক্তব্যে জাতি হতাশ। তাঁর কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং তাঁকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।’

ডিএমপি কমিশনারের বক্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ, কুরুচিপূর্ণ ও অদায়িত্বশীল’ বলে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন। তিনি বলেন, ‘অচিরেই দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে তাঁকে (ডিএমপি কমিশনার) জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।’