চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারি

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির বাজার। আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, শিকের ভারী কাবাব, সুতি কাবাবসহ নানান খাবার পাওয়া যায় এই বাজারে। মাহে রমজানজুড়ে জমজমাট থাকে বাজারটি। তবে করোনার কারণে গত দুই বছর সেভাবে জমেনি চকবাজারে ইফতারির বিকিকিনি। এ বছর করোনা পরিস্থিতি ভালো হওয়ায় বেশি বিক্রির আশা করছেন বিক্রেতারা।

১ / ১২
পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও দোকানে বাহারি ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা
২ / ১২
রান্না ছোলা আর কাবলি ছোলার ঘুগনি
৩ / ১২
প্রস্তুত দইবড়া। এবার বিক্রির অপেক্ষা
৪ / ১২
আস্ত মুরগির কাবাব কিনতে ক্রেতাদের ভিড়
৫ / ১২
চৈত্রের গরমে চাহিদা ছিল মাঠারও
৬ / ১২
ডালায় সাজিয়ে রাখা হয়েছে মুখরোচক নানা ভাজাপোড়া
৭ / ১২
খেজুর ছাড়া ইফতারি যেন অপূর্ণ থেকে যায়
৮ / ১২
চকবাজারের ঐতিহ্যবাহী জিলাপির কদর বাড়ে রমজান এলেই
৯ / ১২
সাজিয়ে রাখা হয়েছে ডিমের চপ
১০ / ১২
আকর্ষণীয় করে তুলতে আনারসের ওপর করা হচ্ছে নকশা
১১ / ১২
ছোলায় মাখানো হচ্ছে বিভিন্ন ধরনের মসলা
১২ / ১২
গরমের কারণে ইফতারিতে তরমুজের চাহিদা ছিল বাড়তি