ফ্যাশন শো
ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন ও টেকসই নির্মাণকে উদ্বুদ্ধ করতে ৮ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ফ্যাশন শো ২০২৫’ । এই অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ও প্রধান পৃষ্ঠপোষক ছিল এপেক্স। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় রেড কার্পেট মিট অ্যান্ড গ্রিট। এরপর রাত সাড়ে আটটায় শুরু হয় মূল আকর্ষণ ফ্যাশন শো। এপেক্স ছাড়া বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিংকি প্রমিজ বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন তাঁদের নতুন পোশাকের সংগ্রহ উপস্থাপন করেন।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭