সেরা এসএমই ইমরুলের ‘অরগানিক চিকেন’ খামার

সাধারণের মধ্যে থেকেও যাঁরা অসাধারণ—এমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সম্মানিত করতে চালু হয় ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার’। দ্বিতীয়বারের মতো দেশের বহু এসএমই উদ্যোক্তার মধ্য থেকে চলতি বছর খুঁজে আনা হয়েছে সেরা ছয়জনকে। এবার কৃষি খাতে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২’ বিজয়ী হয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের মোহাম্মদ ইমরুল হাসান। কালিয়াকৈরের মৌচাকের বাঁশতলীতে ‘অরগানিক চিকেন’ খামার গড়ে তুলে তিনি এই পুরস্কার জিতে নিয়েছেন।

১ / ৮
‘অরগানিক চিকেন’ খামারে খোলা জায়গায় মুরগি লালনপালন করা হয়। এর ফলে পর্যাপ্ত আলো-বাতাসের মধ্যে মুরগিগুলো বেড়ে ওঠে।
২ / ৮
খামারের দেখভালে অধিকাংশ সময় যায় উদ্যোক্তা ইমরুল হাসানের
৩ / ৮
খামারে বড় হয়ে উঠছে মুরগি। এবার সেগুলো বাজারজাত করার পালা
৪ / ৮
নিজ হাতে খামারের মুরগির যত্ন নিতে পছন্দ করেন ইমরুল হাসান
৫ / ৮
শেডে খাবার খাচ্ছে মুরগি। সঠিকভাবে বেড়ে ওঠার জন্য খাবারের যথাযথ মান নিশ্চিত করাটা জরুরি
৬ / ৮
শেডে মুরগি যাতে যখন-তখন যাওয়া-আসা করতে পারে, সে ব্যবস্থাও রাখা হয়েছে।
৭ / ৮
খামারে মুরগির বেড়ে ওঠার জন্য রয়েছে বিশেষ পরিচর্যার ব্যবস্থা
৮ / ৮
মুরগির ছোট বাচ্চাগুলোর বিশেষ যত্ন নিতে হয়। এই সময়টা গুরুত্বপূর্ণ।