সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক দ্রব্য, বোতলে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠেছে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের। নষ্ট হচ্ছে দ্বীপের জীববৈচিত্র্যও। সৈকতের যেখানে–সেখানে পড়ে থাকতে দেখা যায় প্লাস্টিকের আবর্জনা। এসব বর্জ্য অপসারণে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন। আন্তর্জাতিক সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে ‘কেওক্রাডং বাংলাদেশ’–এর উদ্যোগে সেন্ট মার্টিনে এমনই এক অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার সকালে স্থানীয় লোকজনসহ বিভিন্ন বয়সী মানুষ এ অভিযানে অংশ নেন। বর্জ্য অপসারণ করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১২ বছর ধরে এমন অভিযান পরিচালনা করছে সংগঠনটি।