ভারতে কুম্ভমেলায় পুণ্যার্থীর ভিড়

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (পুরোনো এলাহাবাদ) গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমস্থলে আজ সোমবার সকালে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। পৌষপূর্ণিমা (১৩ জানুয়ারি) ও মকরসংক্রান্তির (১৪ জানুয়ারি) দিন অন্তত তিন কোটি মানুষ প্রয়াগরাজের সঙ্গমে অবগাহন করবেন। পুণ্যস্নান নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
মহাকুম্ভ উপলক্ষে গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করতে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা।
ANI
২ / ১০
মহাকুম্ভ উপলক্ষে পৌষপূর্ণিমায় যোগ দিতে আসছেন পুণ্যার্থীরা।
ANI
৩ / ১০
স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন পুণ্যার্থীরা।
৪ / ১০
গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করছেন পুণ্যার্থীরা।
৫ / ১০
স্নান করছেন একজন পুণ্যার্থী।
৬ / ১০
পুণ্যস্নান শেষে ফিরে আসছেন পুণ্যার্থীরা।
৭ / ১০
পুণ্যস্নান শেষে শিশুকে কাপড়ে ঝুলিয়ে ফিরছেন একজন অভিভাবক।
৮ / ১০
পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
৯ / ১০
কুম্ভমেলায় যোগ দিতে এসেছেন একজন সাধু।
১০ / ১০
কুম্ভমেলায় আসা একজন নারীকে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে।