২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রমোদতরির ভেতর যেমন

প্রথম প্রমোদতরি বে ওয়ান ক্রুজের প্রথম যাত্রা হয়েছে গত বৃহস্পতিবার। সময় লেগেছে সাত ঘণ্টা। বেসরকারি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিচালিত এই প্রমোদতরি গেছে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন পর্যন্ত। সেন্ট মার্টিন আসা-যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দুই হাজার টাকা। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিলাসবহুল কেবিনের ভাড়া আসা-যাওয়া মিলিয়ে ৫০ হাজার টাকা। তবে সবচেয়ে বেশি রুম আছে তিন থেকে চার হাজার টাকার মধ্যে। প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ছবিতে দেখা যাক জাহাজের ভেতরের একঝলক।

১ / ১০
জাহাজের প্রেসিডেন্ট স্যুইট। থাকা যাবে রাজকীয় হালে
২ / ১০
ছয়তলায় ওঠানামার জন্য আছে নান্দনিক সিঁড়ি
৩ / ১০
দেশের প্রথম বিলাসবহুল প্রমোদতরি বে ওয়ান ক্রুজ। চট্টগ্রামে ওয়াটার বাস টার্মিনালে
৪ / ১০
সারা রাত চলে গানের অনুষ্ঠান। চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড এখানে গান করে
৫ / ১০
সেন্ট মার্টিনের আরেক নাম প্রবাল দ্বীপ। তীরে রয়েছে হাজারো প্রবাল
৬ / ১০
নীল জলরাশিঘেরা সেন্ট মার্টিন। শীতে হাজারো পর্যটক এই জলরাশি দেখতে আসে
৭ / ১০
বে ওয়ান ক্রুজের যাত্রীদের তীর থেকে দূরে আরেকটি ছোট জাহাজে তুলে দেওয়া হচ্ছে। গভীরতা কম থাকায় জেটিতে পৌঁছাতে পারে না এই জাহাজ
৮ / ১০
সাগরের সংকেত মেলাচ্ছেন নাবিক
৯ / ১০
সূর্যোদয়ে মুগ্ধ যাত্রীরা
১০ / ১০
বাদ নেই সূর্যাস্তও