বৃষ্টি না হওয়ায় পানির অভাবে লালচে হয়ে যাচ্ছে চা-গাছ। ফলে গাছে নতুন কুঁড়ি আসছে না। চা-বাগান কর্তৃপক্ষ কৃত্রিমভাবে পানি দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। ভাড়াউড়া চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৪ মার্চছবি: শিমুল তরফদার
১১ / ২০
পবিত্র ঈদুল ফিতরের আগে ঈদগাহে রং করাসহ সাজসজ্জার কাজে ব্যস্ত শ্রমিকেরা। শেখপাড়া, রংপুর, ২৪ মার্চছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির আওতায় প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা ৪৫ শিশুর হাতে একটি করে রঙিন জামা উপহার দেয়। এতে আনন্দে আত্মহারা শিশুরা। পাইলট উচ্চবিদ্যালয় চত্বর, সৈয়দপুর, ২৪মার্চছবি: প্রথম আলো
১৩ / ২০
বাজারে বিক্রির জন্য খাঁচায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে মুরগি। দর্শনা, রংপুর, ২৪ মার্চছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
গুম, খুনের বিচারের দাবিতে ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করে। তোপখানা, ঢাকা, ২৪ মার্চছবি: দীপু মালাকার
১৫ / ২০
জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য মাঠ থেকে গাছের শুকনা অংশ নিয়ে যাচ্ছেন এক নারী। বাঁশবাড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ২৪ মার্চছবি: সোয়েল রানা
১৬ / ২০
ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক তৈরির একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিশ্বাসপাড়া, কালিয়াকৈর, গাজীপুর, ২৪ মার্চছবি: মাসুদ রানা
১৭ / ২০
বাঁশের খুঁটিতে বসে আছে একটি ফিঙে পাখি। আঁচমিতা, কটিয়াদী, কিশোরগঞ্জ, ২৪ মার্চছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২০
বাংলা লোকসংগীতের প্রচার ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারকে নিয়ে মানহানিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। দেওয়ান বাড়ি, শাক্তা, কেরানীগঞ্জ, ঢাকা, ২৪ মার্চছবি: প্রথম আলো
১৯ / ২০
আগুনে পুড়ে গেছে সুন্দরবনের গাছপালা–লতাগুল্ম। টেপার বিল, সুন্দরবন, ২৪ মার্চছবি: ইনজামামুল হক
২০ / ২০
পাট চাষের জন্য খেত প্রস্তুত করছেন কৃষকেরা। ব্রাহ্মণ কান্দা, ফরিদপুর, ২৪ মার্চছবি: আলীমুজ্জামান