একঝলক (২৮ মার্চ ২০২৫)

১ / ১৮
লাল কান ছোট বুলবুলি মগডালে বসেছে। সাপছড়ি যৌথ খামারপাড়া, রাঙামাটি, ২৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
চলছে মাঝারি তাপপ্রবাহ, এর মধ্যে গরম থেকে স্বস্তি পেতে গভীর নলকূপের পানিতে গোসল করছেন যুবকেরা। চুয়াডাঙ্গা, ২৮ মার্চ
ছবি: শাহ আলম
৩ / ১৮
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি। বেশির ভাগই মোটরসাইকেল। মাওয়া প্রান্তে, মুন্সিগঞ্জ, ২৮ মার্চ
ছবি: প্রথম আলো
৪ / ১৮
ঈদের কেনাকাটা জমে ওঠায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সড়কে পণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা। উঁচু স্থানে দাঁড়িয়ে এক বিক্রেতা হাঁকডাক দিয়ে পাঞ্জাবি বিক্রি করছেন। চকবাজার, বরিশাল, ২৮ মার্চ
ছবি: সাইয়ান
৫ / ১৮
লাল সাদা মিষ্টি আলু নিজের খেত থেকে তুলে ঝুড়ি ভর্তি করে বিক্রি করতে যাচ্ছেন কৃষক। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি, ২৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
ঈদের নতুন পোশাকের সঙ্গে মানানসই টুপি বেছে নিতে দোকানে ভিড় করছেন অনেকে। বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
৭ / ১৮
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়। এ স্থানটিতে ঈদে যানজট হয়। তবে আজ শুক্রবার অনেকটাই ফাঁকা ছিল। কালিয়াকৈর, গাজীপুর, ২৮ মার্চ
ছবি: মাসুদ রানা
৮ / ১৮
ঈদবাজারে এখন চুড়ি, মালা, দুল কিনতে ঘুরছেন নারীরা। নিউমার্কেট, পাবনা, ২৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৮
সকালে মেঠো পথে সাইকেল চালানো শিখছে শিশুটি। বলরামপুর, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথ ধরতে ট্রেনে চড়ছেন নগরবাসী। টঙ্গী রেলওয়ে স্টেশন, গাজীপুর, ২৮ মার্চ
ছবি : তানভীর আহাম্মেদ
১১ / ১৮
বগুড়া-ঢাকা মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। ঝুঁকি নিয়ে অনেকেই ঈদযাত্রা করছেন। বগুড়া শহরের প্রবেশদ্বার বনানী থেকে তোলা। শাজাহানপুর, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১২ / ১৮
ঈদ ঘনিয়ে আসায় রাজধানী ছাড়ছেন নগরবাসী। তাই শহরের ব্যস্ততম সড়কগুলো এখন ফাঁকা। বনানী, ঢাকা, ২৮ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৮
ঈদমেলায় বিক্রির জন্য মাটির খেলনা রং করছেন এই নারী। প্রতিটি খেলনা বিক্রি হবে ৫ থেকে ২০ টাকায়। মমিনপুর, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা, ২৮ মার্চ
ছবি: দীপু মালাকার
১৫ / ১৮
চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদনে ব্যস্ত চাষিরা। গন্ডামারা, চট্টগ্রাম, ২৮ মার্চ
ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
১৬ / ১৮
পবিত্র জুমাতুল বিদায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঢাকা, ২৮ মার্চ
ছবি: প্রথম আলো
১৭ / ১৮
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ গ্রামে ছুটতে শুরু করেছে। দৌলতদিয়া ফেরি ঘাট, রাজবাড়ী, ২৮ মার্চ
ছবি: এম রাশেদুল হক
১৮ / ১৮
ঈদকে ঘিরে ফুলের কদর বেড়েছে। তাই বাগান থেকে নানা রকমের গোলাপ তুলে বিক্রি করছেন এই চাষি। নজিরেরহাট, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম