চরাঞ্চলে অনেকেই ঘোড়া লালনপালন করেন। বাচ্চাসহ ঘোড়া নিয়ে চলেছেন এক কৃষক। চরঘোষপুর, পাবনা, ২৭ মার্চছবি: হাসান মাহমুদ
৯ / ১৭
উল্টো পথে যান চলার কারণে এভাবে যানজট হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ মার্চছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১৭
ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়াঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে ভোগান্তি ছাড়াই যাত্রীরা পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পাড়ি দিতে পেরেছেন। পাটুরিয়া ৪ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২৭ মার্চছবি: প্রথম আলো
১১ / ১৭
রোদের তাপ থেকে বাঁচতে ছাতা মাথায় যাচ্ছে শিশুরা। বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত উপ–আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থী তারা। তালুক তামপাট, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে বাড়িতে যাচ্ছে পরিবারটি। শিশুটির হাঁটতে কষ্ট হওয়ায় তাকে লাগেজের ওপর বসিয়ে নিয়েছেন তার বাবা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৭ মার্চছবি: সাজিদ হোসেন
১৩ / ১৭
ঈদ উপলক্ষে গরুর দাম বেড়ে যায়। তাই বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন খামারি। রঘু, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম