একঝলক (২৭ মার্চ ২০২৫)

১ / ১৭
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাঁঠালতলা ঈদগাহ ময়দানের গম্বুজে নতুন রং লাগানো হয়েছে। বনমালীপাড়া, বগুড়া, ২৭ মার্চ
ছবি: সোয়েল রানা
২ / ১৭
নদীভাঙন রোধে ব্লক তৈরির কাজ করছেন শ্রমিকেরা। এ কাজে দৈনিক ৫০০ টাকা মজুরি পান। মোমেনপুর, দিঘলিয়া, খুলনা, ২৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৭
সুন্দর সোনাঝুরি ফুল। কন্ট্রাক্টরপাড়া, রাঙামাটি, ২৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৭
ছোট বোনকে আদর করে আইসক্রিম খাওয়াচ্ছে বড় ভাই। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৭ মার্চ
ছবি: বদর উদ্দিন।
৫ / ১৭
কীটপতঙ্গ শিকারের জন্য ঘন জাল বুনেছে মাকড়সা। জাতীয় উদ্যানের শিলছড়ি পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ২৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৭
জবা ফুলে প্রজাপতি বসেছে। গাইটাল, কিশোরগঞ্জ, ২৬ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৭
গবাদিপশুকে খাওয়ানোর জন্য কচুরিপানা নিয়ে ঘরে ফিরছেন গৃহিণী। বনমালীপাড়া, বগুড়া, ২৭ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ১৭
চরাঞ্চলে অনেকেই ঘোড়া লালনপালন করেন। বাচ্চাসহ ঘোড়া নিয়ে চলেছেন এক কৃষক। চরঘোষপুর, পাবনা, ২৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৭
উল্টো পথে যান চলার কারণে এভাবে যানজট হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১৭
ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়াঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে ভোগান্তি ছাড়াই যাত্রীরা পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পাড়ি দিতে পেরেছেন। পাটুরিয়া ৪ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২৭ মার্চ
ছবি: প্রথম আলো
১১ / ১৭
রোদের তাপ থেকে বাঁচতে ছাতা মাথায় যাচ্ছে শিশুরা। বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত উপ–আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থী তারা। তালুক তামপাট, রংপুর, ২৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে বাড়িতে যাচ্ছে পরিবারটি। শিশুটির হাঁটতে কষ্ট হওয়ায় তাকে লাগেজের ওপর বসিয়ে নিয়েছেন তার বাবা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৭ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৭
ঈদ উপলক্ষে গরুর দাম বেড়ে যায়। তাই বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন খামারি। রঘু, রংপুর, ২৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে চড়ুই পাখিটি। মিরপুর, ঢাকা, ২৭ মার্চ
ছবি: শামসুল হক টেংকু
১৫ / ১৭
গাছে গাছে ছোট আম ধরেছে। গাজীরহাট, দিঘলিয়া, খুলনা, ২৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৭
খাবারের সন্ধানে ফাঁকা সড়কে পাশে ঘুরছে হুদহুদ পাখিটি। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ২৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৭
আবাসিক হল খোলা রাখার দাবিতে কাঁথা-বালিশ নিয়ে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ মার্চ
ছবি: প্রথম আলো