মধু খেতে ফুলের ওপর উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। কাটাছড়ি, রাঙামাটি, ২৩ মার্চছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
প্রতিদিন সকালে স্ত্রী–সন্তানকে সঙ্গে নিয়ে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে চরাঞ্চলে যান কৃষক আরশাদ শেখ। ঘাস সংগ্রহ শেষে নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন। বালিয়াঘাটা, ডিক্রির চর, ফরিদপুর, ২৩ মার্চছবি: আলীমুজ্জামান
আলুর শুকনা লতা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নয়াপুকুর, রংপুর, ২৩ মার্চছবি: মঈনুল ইসলাম
৮ / ২০
দুটি নৌকা জোড়া দিয়ে গাছের শুকনা ডালপালা নিয়ে যাওয়া হচ্ছে। এসব ডালপালা খালে মাছ ধরার জন্য ঝাঁকা দিতে ব্যবহার করেন স্থানীয় মৎস্যশিকারিরা। শায়েস্তাবাদ খাল, বরিশাল, ২৩ মার্চছবি: সাইয়ান
৯ / ২০
ঈদমেলায় বিক্রির জন্য মাটির চুলা বানিয়ে শুকাতে দিচ্ছেন এই নারী। পালপাড়া, রংপুর, ২৩ মার্চছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
মাটির তৈরি আম, জাম, কলা, পটোল ও পেঁপে পোড়ানো হয়েছে। এরপর রশি দিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে। রং করা শেষে ঈদমেলায় নেওয়া হবে বিক্রির জন্য। সেনহাটি পালপাড়া, দিঘলিয়া, খুলনা, ২৩ মার্চছবি: সাদ্দাম হোসেন
পরিবারের সদস্য ও আত্মীয়দের জন্য ঈদের কেনাকাটা চলছে। পালং বাজার, শরীয়তপুর, ২৩ মার্চছবি: সত্যজিৎ ঘোষ
১৩ / ২০
গবাদিপশুকে খাওয়ানোর জন্য মাঠ থেকে ঘাস কেটে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। ক্ষিদ্রপেড়ী, গাবতলী, বগুড়া, ২৩ মার্চছবি: সোয়েল রানা
১৪ / ২০
চৈত্রের রোদে শিমুলের ফল ফেটে বের হচ্ছে তুলা। অনন্তপুর, সিলেট, ২৩ মার্চছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
সুন্দরবনে লাগা আগুনের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ওড়াচ্ছেন বন বিভাগের বনরক্ষীরা। সুন্দরবন, বাগেরহাট, ২৩ মার্চছবি: ইনজামামুল হক
১৬ / ২০
সিলেটের টুকেরবাজার এলাকার তেমুখী-বাইপাস সড়কে সুরমার ওপর নির্মিত শাহজালাল তৃতীয় সেতুর সংযোগস্থল থেকে স্টিলের পাটাতন বেরিয়ে এসেছে। ফলে সড়কে চলাচল করা যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। টুকেরবাজার, সিলেট, ২৩ মার্চছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
মা-বাবার সঙ্গে ঈদের কেনাকাটায় এসে ব্যাগ কেনার জন্য বায়না ধরেছে শিশুটি। নিউমার্কেট, পাবনা, ২৩ মার্চছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
নোংরা পরিবেশে সেমাই তৈরি ও অবৈধভাবে আইস ললি তৈরি করায় শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজকে ৬০ হাজার টাকা জরিমানা করা এবং অবৈধ পণ্য নষ্ট করে দেওয়া হয়। রামানন্দপুর, পাবনা, ২৩ মার্চছবি: হাসান মাহমুদ