দীর্ঘদিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড় বেড়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও দলে দলে পর্যটক এসেছে । রাঙামাটি, ১৬ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৬
ছুটির দিনে টিকিট কেটে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ১৬ আগস্টছবি: আলীমুজ্জামান
৬ / ১৬
মাছ ধরার সরঞ্জাম নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরছেন এই মৎস্যশিকারি। হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৬ আগস্টছবি: দিনার মাহমুদ
৭ / ১৬
ভ্যাপসা গরম, রাস্তার পাশে জমা পানিতে শরীর জুড়িয়ে নিচ্ছে কয়েকটি কবুতর। বাস টার্মিনাল, লস্করপুর, পাবনা, ১৬ আগস্টছবি: হাসান মাহমুদ
৮ / ১৬
বিল থেকে শাপলা তুলে বাড়ির পথে শিশুরা। বন্দরের চর ইসলামপুর, নারায়ণগঞ্জ, ১৬ আগস্টছবি: দিনার মাহমুদ
৯ / ১৬
চালের মিলগুলোতে পাটের বস্তা পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে। মানভেদে প্রতি বস্তা বিক্রি হয় ১৫ থেকে ৬৫ টাকায়। বড়বাজার, পাবনা, ১৬ আগস্টছবি: হাসান মাহমুদ
১০ / ১৬
গরমে হাঁসফাঁস অবস্থা। ফুটবল নিয়ে পুকুরে সাঁতার কাটছে এক কিশোর। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ নানান জাতের সবজির বীজ রোপণ করেছেন এক ব্যবসায়ী। প্রতিটি চারা ১ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকায় পাইকারিতে কৃষকদের কাছে বিক্রি করবেন তিনি। কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা, ১৬ আগস্টছবি: এম সাদেক
১২ / ১৬
তিস্তার চরে সবুজ হয়ে উঠেছে ধানের খেত। সেখানে নিড়ানি দিচ্ছেন নারী কৃষিশ্রমিকরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
জমিতে ঢ্যাঁড়স চাষ করেছেন কৃষক আতিক মিয়া। খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ডাকলাপাড়া, বুড়িচং, কুমিল্লা, ১৬ আগস্টছবি: এম সাদেক
১৪ / ১৬
হিমাগার থেকে আলু বের করে বাছাই করা হচ্ছে। ময়নাকুঠি, রংপুর, ১৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৬
উড়ালসড়কে নিরাপত্তার কাজ করেন মো. এরশাদ। তবে দুই বছর ধরে শখের বসে উড়ালসড়কের নিচে পালন করছেন কবুতর। এক জোড়া কবুতর থেকে এখন ৬০ জোড়া বিভিন্ন প্রজাতির কবুতর পালন করছেন তিনি। কদমতল, চট্টগ্রাম, ১৬ আগস্টছবি: জুয়েল শীল
১৬ / ১৬
পাহাড়িদের ঐতিহ্যবাহী লুই দিয়ে ঝিরি–ঝরনা থেকে খুঁজে পাওয়া ছোট ছোট মাছ পরিষ্কার করতে ব্যস্ত এক মারমা নারী। ডুলুপাড়া, বান্দরবান, ১৫ আগস্টছবি: মংহাইসিং মারমা