একঝলক (২৯ মার্চ ২০২৫)

১ / ৯
টকটকে লাল রসকো ফল। অনেকে এটিকে রক্তফল নামেও ডাকে। প্রতি কেজি ফল ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে। বনরূপা, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৯
গাড়িতে আসন না পেয়ে ট্রাকে করে বাড়িতে ফিরছেন অনেকে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, চন্দ্রা এলাকা, গাজীপুর
ছবি: মাসুদ রানা
৩ / ৯
ঘুড়ি ওড়াতে মাঠের দিকে যাচ্ছে এই কিশোর। পায়রাবন্দ এলাকা, মিঠাপুকুর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
বাঁশের তৈরি গৃহস্থালি পণ্য বিক্রি করছেন এই ব্যক্তি। প্রতিটি পণ্য প্রকারভেদে ৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গাজীখাঁ এলাকা, পীরগঞ্জ, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
লাগেজ নিয়ে ফেরি থেকে নামতে গিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়েছে অটোরিকশাটির। ৭ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া
ছবি: এম রাশেদুল হক
৬ / ৯
চৈত্রের প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। রোদ আর গরমে ঘেমে একাকার রিকশাচালক। জিন্দাবাজার, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৭ / ৯
ঈদের জামাতের জন্য ঈদগাহ ময়দানে শামিয়ানা টানানো হচ্ছে। সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বগুড়া
ছবি: সোয়েল রানা
৮ / ৯
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বেতফল। বন্দরবাজার, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নেই। সড়কের নিরাপত্তায় তৎপর পুলিশ। আলেখারচর এলাকা, কুমিল্লা
ছবি: আবদুর রহমান